BEST SPONDYLITIS (স্পন্ডালাইটিস) TREATMENT IN BENGALI

One share helps bloggers:
Rate this post

বর্তমান সমাজে ঘাড়ের ব্যাথা বা যন্ত্রনায় ভুগছে না এমন মানুষের দেখা পাওয়া মুস্কিল। ঘাড়ের ব্যাথা (spondylitis symptoms in Bengali) শুধু ঘাড়েই থেমে থাকে না, আস্তে আস্তে ঘাড় কাঁধ হয়ে সারা পিঠে ও মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে। এবং দেখা দেয় মারণ রোগ স্পন্ডালাইসিস বা স্পন্ডালাইটিস (spondylitis in Bengali)। এই মারণ রোগের জন্য বর্তমানে সবচেয়ে দায়ী আপনার হাতের প্রিয় মোবাইল টি। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার প্রিয় মোবাইল টি সবচেয়ে বেশি দায়ী। ঝুঁকে মোবাইল ব্যাবহারের সময় মাথার সম্পূর্ন ওজন ঘাড়ের তরুণাস্থির ওপর এসে পড়ে। সাথে আবার যদি থাকে ল্যাপটপ নিয়ে কাজ করার অভ্যেস তাহলে তো আর কিছু বলার নেই। বর্তমানে সারা দেশে প্রায় ৭৪ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন। এই রোগ তথা স্পন্ডালাইটিস এর সব থেকে বড় চিকিৎসা (spondylitis treatment in Bengali) আছে আপনার হাতেই। যদি শুরুতেই সাবধান হয়ে যান তাহলে পুরোপুরি ভাবে আটকে দেওয়া সম্ভব এই রোগ কে।

আপনার সন্তান কি খাবের খাচ্ছে না ঠিক মতো? তাহলে দেখে নিন ক্ষুধামন্দা সংক্রান্ত পোস্ট টি।

Symptoms-Of-Spondylitis

স্পন্ডালাইটিস বা স্পন্ডালাইসিস আসলে কি? (spondylitis in Bengali)

 স্পন্ডালাইসিস এমন একটি রোগ যার কারনে হাড়, তরুনাস্থি এবং ডিস্কের কিছু পরিবর্তন ঘটে। যার কারনে প্রচন্ড ব্যাথার শুরু হয়। এবং সেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এর ফলে মেরুদন্ডের ডিস্ক বা টিসু যেটা মেরুদন্ডের হাড়কে চাদরের মতো ঢেকে রাখে সেটার ক্ষয় শুরু হয়, এবং ভেঙ্গেও যায়। এবং মেরুদন্ডের নমনীয়তা কমে গিয়ে শক্ত হয়ে যায়। ফলে সঠিক ভাবে সাবলীল ভাবে ঘাড় ঘোরান যায় না, ব্যাথা হতে শুরু করে। এবং পরবর্তিকালে ওষ্টিওয়ার্থারাইটিস দেখা দেয়।

বাড়ির দাদু ঠাকুমা, বাবা- মা কি গাঁটের ব্যাথায় ভুগছেন? দেখে নিন কিছু ঘরোয়া প্রতিকার।

Spondylitis In Bengali

স্পন্ডালাইটিস এর প্রধান প্রধান লক্ষ্মণ বা উপসর্গ গুলো কি কি (spondylitis symptoms in Bengali)

১. মাথার পিছনের দিকে ঘাড়ের কাছাকাছি ব্যাথার অনুভব।

২. অনেক্ষন বসে থাকলেও ঘাড়ে ও কাঁধে ব্যাথা দেখা যায়।

৩. কোন কিছু জিনিস বা ভারী জিনিস ঝুঁকে তুললে ব্যাথা হয়।

৪. ঘাড় ঘোরাতে অসুবিধা অনুভব করা, বা কষ্ট অনুভব করা।

৫. ভোরবেলায় বা ঘুম থেকে ওঠার পর পিঠে শক্তভাব এবং ব্যাথার অনুভব করা।

৬. ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হয় (spondylitis treatment in bengali)।

৭. পায়ে ও হাতে দূর্বলতা বা অসাড়তা অনুভব করা।

৮. পিছনের দিকে ঝুকলে পিঠের মাঝখানে ব্যাথা।

৯. প্রস্বাব ও পায়খানা করার সময়ে পিঠে ও ঘাড়ে যন্ত্রনার অনুভব করা।

হাঁপানির সমস্যা কে বলুন বাই বাই। দেখে নিন কি কি করনীয়।

Spondylitis Treatment

স্পন্ডালাইটিস কয় প্রকার ও কি কি:

৮ প্রকারের স্পন্ডালাইটিস দেখা যায়। যথা-

১. Ankylosing spondylitis

২. Enteropathy arthritis (EnA)

৩. Psoriatic arthritis (PsA)

৪. Reactive arthritis/Reiter’s syndrome (ReA)

৫. Juvenile spondylitis (JSpA)

৬. Undifferentiated spondylitis

৭. Axial spondylitis

৮. Peripheral spondylitis

গ্য্যাস্ট্রিক আলসার বা হজমের সমস্যা হচ্ছে? দেখে নিন কি ভাবে রোধ করবেন।

Spondylitis Home Treatment

স্পন্ডালাইটিস রোগের চিকিৎসা ও কিছু ঘরোয়া প্রতিকার (spondylitis treatment in Bengali):

১. ব্যাথা কমানোর জন্য কোন জেল বা মলম ব্যাবহার করতে পারেন।

২. ব্যাথা কমানোর বিভিন্ন ঔষধ ব্যাভার করতে পারেন।

৩. সকাল বিকাল হাটুন (spondylitis treatment in bengali)

এলার্জির সমস্যার জন্য ডাক্তার এর কাছে যেতে হবে না, আপনার হাতের  কাছেই আছে এলার্জির ঔষধ। 

৪. সাঁতার কাটলে অনেক ক্ষেত্রে খুব উপকার দেয় (best spondylitis treatment in bengali)

৫. ঘাড়ে যাতে কোন চোট না লাগে সেদিকে খেয়াল রাখুন।

৬. ঝুঁকে মোবাইল ব্যাবহার থেকে বিরত থাকুন। কেননা স্পন্ডালাইটিসের ৪০ শতাংশ অতিরিক্ত মোবাইল ব্যাবহার থেকেই হয়।

৭. ল্যাপটপ ব্যাবহার এর সময় প্রতি ২০-৩০ মিনিট অন্তর উঠে পড়ুন। মাঝে মাঝে ঘাড় ডান দিক বাম দিক ও উপর নিচে করুন।

৮. এছাড়া ব্যায়াম করুন নিয়মিত ও প্রচুর পরিমানে জল খান।

==========

Subscribe and Join Our Telegram Group

Follow & Like us on Facebook

Download Nursing Knowledge Apps 

One share helps bloggers:

2 thoughts on “BEST SPONDYLITIS (স্পন্ডালাইটিস) TREATMENT IN BENGALI”

Leave a Comment